(শ্রীবরদী) শেরপুর প্রতিনিধি : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও প্রহসনমূলক নির্বাচনের তফসিল বাতিল ও গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দ্বিতীয় দফায় ডাকা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচীর প্রথম দিনে শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ৩০ নভেম্বর শনিবার বিকেলে শ্রীবরদী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক চৌধুরী অকুল ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন দুলালের নেতৃত্বে অবরোধ সমর্থনে মিছিলকারীরা পৌরশহরের জবেদ আলী মার্কেটের সামনে শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে হতাহত ও আটক হওয়ার কোন খবর পাওয়া যায়নি।