শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে কারাগারে পাঠিয়েছে আদালত। শাহবাগে বাসে আগুন দেয়ার মামলায় ৩০ নভেম্বর শনিবার বিকেলে রিজভীকে ঢাকার আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্যদিকে রিজভীর জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ঢাকার মহানগর হাকিম এস এম আশিকুর রহমান শুনানির জন্য ৪ ডিসেম্বর দিন ধার্য করে রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ডিবি পুলিশের একটি দল শনিবার ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে রিজভীকে।