ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ “বিশ্ব মানবাধিকার দিবস” যথাযথ ভাবে উদ্যাপনে আগামী ১০ডিসেম্বর’১৩ সফল ও সুন্দর করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা মানবাধিকার সংস্থা উপজেলা পর্যায়ে সংস্থার কমিটিদের সাথে মতবিনিময় সভা শুক্রবার বিকাল সারে ৩টার দিকে ভোলাহাট মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তন কক্ষে কলেজ অধ্যক্ষ আখতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উলেখ্য, ঐদিন সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি উপজেলা পর্যায়ক্রমে তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মানবাধিকার সংস্থার সভাপতি আলঃ ডাঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড: মোয়াজ্জেম হোসেন মেহেদী, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা, শিবগঞ্জ ও পৌর শাখা, নাচোল, গোমস্তাপুর সহ ভোলাহাট উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্য-অধ্যক্ষ এনামুল হক, প্রভাষক গোলাম মাসুম, মাহেদুল ইসলাম, একে আনার মুকুল, উপাধ্যক্ষ মোসলেহ্ উদ্দিন বাবু, অধ্যাপক শেখ জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, প্রভাষক আতিকুর রহমান, প্রভাষক শফিকুল ইসলাম, সাংবাদিক তসলিম উদ্দীন, শরিফুল ইসলাম শরীফ, হারুন অর রশিদ প্রমূখ।