শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩০ নভেম্বর শনিবার ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। একইসময় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকেও গ্রেফতার করা হয়।
এব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গাড়ি ভাংচুরসহ বেশ কিছু মামলা রয়েছে। ওইসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমার আগুনে চালকসহ ১৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতে শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাতপরিচয় দু-তিনজনকে মূল আসামি করে বিএনপির ৯ শীর্ষ নেতাসহ যুবদল, ছাত্রদল ও জামায়াতের মোট ১৭ নেতার বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ উস্কানি, পরিকল্পনা, ষড়যন্ত্র, অবরোধের সমর্থনে অগ্নিকাণ্ডে সহায়তা, মদদ ও অর্থায়নের অভিযোগ আনা হয়।