শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির বহিষ্কৃত সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরের নেতৃত্বে গোলাম মুর্শীকে মহাসচিব করে জাতীয় পার্টি (জাপা) পুর্নগঠন করা হয়েছে। নিজেকে পুর্নগঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন কাজী জাফর। ২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের ওই কথা জানান তিনি। ওইদিন সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসায় বৈঠকে বসেন কাজী জাফর।
বৈঠক শেষে কাজী জাফর সাংবাদিকদের বলেন, বৈঠকে চলমান আন্দোলন নিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে। একই সঙ্গে পুনর্গঠিত জাপাকে নিয়ে ১৮ দলের আন্দোলনে শরিক হব।
উল্লেখ্য, জাতীয় পার্টি শেখ হাসিনা নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারে অংশ নেয়ায় ২৩ নভেম্বর এক বিবৃতিতে এরশাদকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর। তখনই জাফরকে দল থেকে বহিষ্কারের গুঞ্জন উঠলেও তা নাকচ করে দিয়ে এরশাদ ওই সময় বলেন, ‘অভিমানী’ কোন বক্তব্যের কারণে তিনি শাস্তি দেবেন না। জাফর জাতীয় পার্টির সঙ্গেই থাকবেন। কিন্তু বুধবার কাজী জাফর সংবাদ মাধ্যমের কাছে ‘নীতির প্রশ্নে’ অটল থাকার কথা বলার পর বৃহস্পতিবার তাকে দল থেকে বহিষ্কার করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। জবাবে কাজী জাফরও এরশাদকে দল থেকে বহিষ্কার করে নিজেকে দলের প্রধান হিসেবে ঘোষণা করেন।