জামালপুর সংবাদদাতা : পুলিশ-বিএনপির মধ্যে পাল্টা-পাল্টি ধাওয়া, লাঠিচার্জ ও মোবাইল কোর্টের মাধ্যমে ৩০নভেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন অতিবাহিত হয়। অবরোধ চলাকালে পুলিশের হাতে আটক ৫বিএনপি নেতা মুসলিম উদ্দিন, আরিফ, রাজ্জাক, বাবুল ও রিপনকে ১মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ দন্ডাদেশ দেন।
ভোরে বিএনপি’র নেতা-কর্মীরা মহাসড়কের বাইপাসে অবরোধ করতে গেলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অবরোধকারীরা জামালপুর-শেরপুর ফেরীঘাটে বেশকয়েকটি যানবাহন ভাঙচুর করে। এ সময় পুলিশের লাঠি চার্জে শহর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাবুল আহত হন। অবরোধ চলাকালে জেলা বিএনপি’র খন্ড খন্ড মিছিল বের করে। ওই দিন জেলার অন্যান্য উপজেলায় সব কিছুই স্বভাবিক ছিল।
