জামালপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে ৩০নভেম্বর অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। ১৮দলের নেতা-কর্মীরা টুকিটাকি বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু কর্মসূচির নেতৃত্ব দেন। অবরোধকারীরা জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবস্থান নেয়। এরপর বটতলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নবী নেওয়াজ খান বিপুল, উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কমিশনার মাহবুরর রহমান প্রমুখ।
