গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশে প্রবেশের পর শনিবার সকাল ১০ টার দিকে তারা পুলিশের হাতে ধরা পড়ে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল কবীর ও গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, আটক ১১ বাংলাদেশি ২০১১ সালের হিলি সীমান্ত দিয়ে ভারতে যায় এবং বিএসএফের হাতে ধরা পড়ে। পরে সে দেশের আইন অনুযায়ী বিচারে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। সাজাভোগ শেষে শুক্রবার রাতে তাদের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে পুশইন করা হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বাড়ী দিনাজপুর ও যশোর জেলায়।
