কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নির্বাচনী আচরণ বিধি মানতে ভোটার এবং প্রার্থীদের অবগতির জন্য মাইকিং করার পরও বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ না হওয়ায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের নির্দেশে অভিযান চালানো হয়েছে।
জানা যায়, শনিবার কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির নেতৃত্বে পুলিশের সহযোগীতায় দিনব্যাপী বিভিন্ন স্থানে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণের অভিযান চালিয়ে উদ্ধারকৃত বিলবোর্ড, ব্যানার ও পোস্টার একত্র করে বিকালে উপজেলা পরিষদ পাঙ্গণে অগ্নিসংযোগ করেন।
