শ্যামলবাংলা ডেস্ক : তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে ৭১ ঘণ্টা অবরোধের পর শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। ঢাকায় এ বিক্ষোভ সমাবেশ হবে বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি ঘোষণা করেন।
শনিবারে সোহরাওয়ার্দী উদ্যান থেকেই পরবর্তী কর্মসূচীর ঘোষণা করা হবে বলে তিনি জানান।