নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মোটর সাইকেল ছিনতাইকারী দলের এক সদস্যকে আটক করা হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে শহরের উপকন্ঠে ধলাগাছ জসিম বাজার ফাইলেরিয়া হাসপাতাল এলাকা থেকে একটি মোটর সাইকেল ছিনতাই হয়। এরপর ওই মোটর সাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় উপজেলার বাঙ্গালিপুর ইউনিয়নের শাইল্যার মোড় এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ। তার নাম আনোয়ার হোসেন (২৭)। আটক আনোয়ার হোসেনের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বড়খাল নতুন গুচ্ছগ্রামে। তার বাবার নাম মোখলেছুর রহমান। এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা হয়েছে।