ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশের সহযোগীতায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি গঠন ও কার্যবলী সম্পর্কীত দিনব্যাপি ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক এ.কে.এম সোহেল, জাতীয় ইউডিসিসি বিশেষজ্ঞ মো: আজিজুর রহমান সিদ্দিকী, জাইকার স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা ড: আকিরা মুন্নাকাতা, পৌর মেয়র আফজাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার আনোয়ার হোসেন ও সহকারি পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
