শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাট-বাঘা আ’লীগ ও জা’পা থেকে এবার মনোনয়ন তুলেছেন ছয়জন, স্বতন্ত্র ১ জন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৯, ২০১৩ ৭:৩৪ অপরাহ্ণ
চারঘাট-বাঘা আ’লীগ ও জা’পা থেকে এবার মনোনয়ন তুলেছেন ছয়জন, স্বতন্ত্র ১ জন

 চারঘাট  (রাজশাহী) প্রতিনিধি : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) থেকে এবার আ’লীগ দলীয় মনোনয়ন ফর্ম তুলেছেন ৩ জন। এরা  হলেন বর্তমান সংসদ সদস্য শাহরিয়ার আলম, রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ লায়েব উদ্দীন লাভলু, অবঃ লেঃ কর্ণেল রমজান আলী। তবে এ দল থেকে আরো দুজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোট করবেন বলে এলাকার গুঞ্জন শোনা যাচ্ছে। দলীয় একাধিক সূত্রে জানা যায়, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন তোলার শেষ দিন গত ২২ নভেম্বর রবিবার পর্যন্ত রাজশাহী -০৬ আসন থেকে আ’লীগের মনোনয়ন ফর্ম তুলেছেন মাত্র ৩ জন। এরা হলেন শাহরিয়ার আলম, লাভলু ও কর্ণেল রমজান আলী। তবে এ দল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আরো দুই জন ভোট করবেন বলে চারঘাট বাজার ঘাটে গুঞ্জন শোনা যাচ্ছে। এরা হলেন সাবেক এমপি রায়হানুল হক এবং বাঘা পৌর মেয়র আক্কাস আলী। দলীয় নেতাকর্মীরা জানান স্বাধীনতার পর গত নির্বাচনে প্রথম বারের মতো এ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয় আ’লীগ মনোনীয় প্রার্থী ও  বর্তমানসাংসদ শাহরিয়ার আলম। তবে নির্বাচনের পূর্বে তার দেয়া ওয়াদার অধিকাংশই বাস্তবায়ন হয়েছে আবার কিছু বাকি রয়েছে। তবে আবার শাহরিয়ার আলমকে দলীয় মনোনয়ন দিলে আসনটি ধরে রাখতে পারবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন। এদিকে দলীয় মনোনয়ন না পাওয়ার সম্ভাবনায় বাঘার পৌর মেয়র আক্কাস ও সাবেক সাংসদ রায়হানুল হক স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করবেন বলে এলাকায় চলছে গুঞ্জন। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মেয়র আক্কাস আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন সিদ্ধান্ত এখন চুড়ান্ত হয়নি, তার পছন্দের একজন দলীয় প্রার্থী মূল্যায়ন না করলে স্বতন্ত্রপ্রার্থী হবেন না। আরেক স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক জানান, আমি কেন্দ্রীয় নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করছি, দলীয়ভাবে মনোনয়ন না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কর্ণেল রমজান আলী জানান, আমার বাঘা সীমান্ত এলাকায়, আমি এ আসনে মনোনয়ন প্রত্যাশী। চারঘাট উপজেলার আ’লীগের যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম বলেন, রাজশাহীর সবচেয়ে অবহেলিত আসন ছিল এই চারঘাট-বাঘা। আ’লীগের মনোনিত শাহরিয়ার আলম নির্বাচিত হওয়ার পর এই আসনের আমল পরিবর্তন ঘটেছে। এলাকার ব্যাপক উন্নয়ন ছাড়াও তার নেতৃত্বে আ’লীগের সাংগঠনিক অবস্থা শক্তিশীলী হয়েছে। শাহরিয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান চারঘাট বাঘা এলাকা অনেক পিছিয়ে পড়েছিল। ৫ বছরে সে অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এলাকার যেমন উন্নয়ন হয়েছে, তেমনি সাংগঠনিক অবস্থাও শক্তিশালী হয়েছে। তাই এই আসনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। এদিকে জাপার ৩ জন মনোনয়ন পত্র তুলেছেন। এরা হলেন এ্যাডঃ মোঃ ইকবাল হোসন, বাঘা উপজেলা জাপা’র সভাপতি শামসুদ্দিন রেন্টু ও এ্যাডভোকেট জিন্নাহ। এ্যাডঃ মোঃ ইকবাল হোসন জানান, গত ২০০৮ সালে সংসদ নির্বাচনে মহাজোট চারঘাট থানার কো-এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। সেই হিসাবে চারঘাট বাঘার আসনে জাপা থেকে মনোনয়ন প্রত্যাশী।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!