শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে ২৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৯, ২০১৩ ৬:২৩ অপরাহ্ণ

Picture Lash 29.11.13কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পিএসসি শিক্ষার্থী নাফিজুল ইসলাম অনন্ত (১২) এর লাশ ময়না তদন্তের জন্য ২৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়। গতকাল শুক্রবার কালীগঞ্জ পৌরসভার দড়িসোম গ্রামের সামাজিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়েছে।
স্থানীয় জানা যায়, গত ৪ নভেম্বর উপজেলার টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও নামক স্থানে মুখোমুখি মোটরসাইকেল দুর্ঘটনায় কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলামের ছেলে কালীগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। ওই সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ৪ জন। ওই দিন অনন্তের পিতার উপস্থিতিতে তার সম্মতিক্রমে ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়। কিন্তু লাশ দাফনের ১৪ দিন পর অনন্তের পিতা বাদী হয়ে দুর্ঘটনায় আহত ২ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। যার নং ১০, তারিখ ১৮/১১/১৩ইং, ধারা-২৭৯/৩০৪(খ) দন্ড বিধি। গাজীপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে লাশ উত্তোলন পূর্বক ময়না তদন্তের জন্য মাইনুল ইসলাম আবেদন করলে আদালত কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের উপস্থিতিতে লাশ উত্তোলনের আদেশ প্রদান করেন। শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে থানা পুলিশ অনন্তের লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!