কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে দশম জাতীয় সংসদ নির্বাচন ও আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার। গতকাল শুক্রবার বিকালে ইউএনওর কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এ সময় তিনি জাতীয় নির্বাচনে উপজেলার আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। উপজেলার কোন এলাকায় প্রার্থীরা আচরণ বিধি লংঘন, আইন শৃংঙ্খলার অবনতি ও সন্ত্রাসী কর্মকান্ডের তথ্য জানতে পারলে তাকে অবগত করতে তিনি অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক আশরাফুল আলম আইয়ুব, আব্দুর রহমান আরমান, ইব্রাহীম খন্দকার, খাদিজা বেগম, মাফুজা আফরিন, আরমান মিয়া, কাজী শহিদ, ইসমাইল হোসাইন প্রমুখ।