ইমরান হোসাইন, তানোর : কে পাচ্ছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মনোনয়ন? এনিয়ে তানোর ও গোদাগাড়ী উপজেলাতেই৩বেশ কয়েকদিন ধরে চলে আসছিল আলোচনা আর সমালোচনার ঝড়। গতকাল শুক্রবার স্থানীয় এক পত্রিকায় এই আসনটিতে নৌকার মাঝি হচ্ছেন যারা এনিয়ে একটি খবর ছাপা হয়। ওই খবরে সাবেক পুলিশের ডিআইজি মতিউর রহমানের নাম আসে। এমন খবর প্রকাশিত হবার পর তানোর ও গোদাগাড়ী সদরসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা ভেঙ্গে পড়েন। এছাড়া বিভিন্ন মহলে ও চায়ের স্টলে এনিয়ে ঝড় উঠে। শেষ পর্যন্ত কে পাচ্ছেন মনোনয়ন ওমর ফারুক চৌধুরী না মতিউর রহমান এনিয়ে অনেক জল্পনা-কল্পনা শেষে রাজশাহী-১ আসনের মনোনয়ন পেলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী-১ (তানোর-গোড়াগাড়ী) আসনের সাংসদ আলহাজ্জ ওমর ফারুক চৌধুরী। এবিষয়টি দলীয় সূত্র গতকাল শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন।
এনিয়ে কথা হলে তানোর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী জানান, ফারুক চৌধুরী মনোনয়ন পাওয়ার বিষয়টি তাদের জন্য অত্যন্ত ভালো খবর। কারণ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের কাছে তাঁর উঠা বসা আছে। তিনি দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। সবচেয়ে বড়কথা হলো তিনি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। ফারুক চৌধুরী মনোনয়ন পাওয়ায় সকল স্তরের নেতাকর্মী গতকাল শুক্রবার সন্ধ্যায় মিষ্টি বিতরণ করে আনন্দ উলাস করেছেন। তিনি ফারুক চৌধুরী পক্ষে কাজ করার জন্য সকল নেতাকর্মীর আহবান জানান।
এবিষয়ে তানোর থানা যুবলীগের সাধারণ সম্পাদক লুৎফর হায়দার রশিদ জানান, তিনি আগে থেকেই জানতেন ফারুক চৌধুরীর দলের মনোনয়ন পাবেন। তাঁর পক্ষেই মনোনয়ন তুলতে তিনিসহ দলের অনেক নেতা-কর্মী ঢাকাই ছিলেন। তবে কেন্দ্রীয়ভাবে দল ফারুক চৌধুরীকে মনোনয়ন দেয়ায় তার পক্ষে নেতাকর্মী এক নিষ্ঠ ভাবে কাজ করবে বলে তিনি আশিবাদী। তিনি ফারুক চৌধুরীর হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীকে তার পাশে দাঁড়ানোর আহবান জানান।
