বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বার্থের জন্যই কি সহকারী শিক্ষককে মিথ্যা অপবাদ !

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ৬:৩৫ অপরাহ্ণ
স্বার্থের জন্যই কি সহকারী শিক্ষককে মিথ্যা অপবাদ !

মোঃ মোস্তাফিজুর রহমান বেতাগী (বরগুনা) : বরগুনা জেলার বেতাগী থানাধীন পূর্ব রাণীপুর জা‘মিয়া কারমীয় মাদ্রাসার মুহ্তামিমের স্বার্থের জন্য সহকারী শিক্ষকে মিথ্যা অপবাদ দিলেন।  ১৭ নভেম্বর  শনিবার মোঃ আমিনুল ইসলাম (সহকারী মৌলভি) কামিল ১ম বর্ষ পরিক্ষার উদেশ্যে এক সপ্তাহের ছুটিতে বাড়িতে গেলে এ সুজগে মাদ্রাসার মুহ্তামিম মাওঃ জাকির হোসেন অন্য শিক্ষদের এবং কিছু অসাধু ছাত্রদের নিয়ে তার বিরুদ্ধে চুরির মিথ্যা অপবাদ ও নাটকের সৃষ্টি করে। মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছোট ভাই মোঃ রাহাতুল ইসলাম শ্যামল বাংলাকে জানান মাওঃ জাকির হোসেন এই চাকুরির পূর্বে রাণীপুর বাজারে একটি টেইর্লাসের দোকান দিতেন এবং অত্র মাদ্রাসায় শিক্ষকতা করেন। এক পর্যায় মাদ্রাসার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকল প্রকার টাকা পয়সার দায়িত্ব তাকে দেয়া হয় এই সুযোগে ৪ বছরে ৭-৮ লক্ষ টাকা হাতিয়ে নেন। তিনি আরও বলেন তার চুরি গুল ধরা ছোয়ার বাইরে এবং তার চুরিতে বা তার স্বার্থে যখন আঘাত লাগে তখনই তাদেরকে এরকম মিথ্যা অপবাদ দিয়ে বিদয় করেন। এ মিথ্যা অপবাদের শিকার মাওঃ জুলফিকার আলী (সহকারী মৌলভি), হাফেজ মাওঃ রেজাউল করিম (হাফেজ), মোঃ ফজুলল রহমান (সহকারী বংলা  শিক্ষক), ক্বারী মাওঃ সাইফুল ইসলাম (সহকারী মৌলভি) এবং সর্ব শেষ মোঃ আমিনুল ইসলাম (সহকারী মৌলভি) । স্থানীয় সুত্রে যানা যায়, মরহুম এ, কে, এম, শাহ্ আলম মোল্লার (মাষ্টার) এর অন্তিম ইচ্ছার জন্য তার মেঝো ছেলে (প্রবাশি) মোঃ খাইরুল কবির (কনক) এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ২০০৩ সালে কিন্তু ১০ বছরেও ভাল কোন ফলা-ফল পাওয়া যায়নি এমন কি এখন পর্যন্ত একজন হাফেজও বের হয়নি এ মাদ্রাসা থেকে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!