সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করার প্রতিবাদে সাপাহারে ১৮ দলের ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই ১৮ দলের নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। বেলা ১২ টায় সদরের হাসপাতাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুন নূর, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু, আব্দুর রহমান কল্লোল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুবদল সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল, কলেজ শাখার ভারপ্রাপ্ত আহব্বায়ক মাশিকুর রহমান প্রমুখ।