শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অধিদপ্তরের উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা তথ্য অফিসার মোহসিন তালুকদার ও শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম। কর্মশালায় আলোচ্য বিষয় ছিল যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ ও জম্ম নিবন্ধন, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা এবং নিরাপদ মাতৃত্ব।
