তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন কুমিল্লার লাকসামে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষে রিক্সাচালক বাবুল মিয়া নিহত হওয়ার ঘটনায় ১৮ দলের প্রায় ১৩’শ নেতা-কর্মী’র বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার রাতে নিহত রিক্সা চালক বাবুল মিয়ার স্ত্রী হালিমা বেগম বাদী হলে বিএনপি-জামায়াতের ৩৬ নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫’শ জনের বিরুদ্ধে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
অপরদিকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে লাকসাম থানার উপ পরিদর্শক (এস আই) সুকেন্দ্র বসু বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৫০ নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭’শ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। লাকসাম থানার ওসি আবুল খায়ের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিষয়ে লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মো. হুমায়ন কবির পারভেজ বলেন, ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে আমরা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবো।
উল্লেখ্য: মঙ্গলবার কুমিল্লার লাকসামে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষ হয়। এতে গুলি বিদ্ধ হয়ে রিক্সা চালক বাবুল মিয়া নিহত হয়।