মেহের আমজাদ, মেহেরপুর : বিএনপি-জামায়াতের তান্ডব ও নির্বাচন বানচালের লক্ষে অবৈধ অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর শহর আওয়ামী লীগ। ২৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার সময় শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের নেতৃত্বে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি মেহেরপুর শহর প্রদক্ষিন শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে অন্যান্যের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, মাহফিজুর রহমান মাহবুব, শহর আওয়ামীলীগের উপদেষ্টা আসাদ হাবিলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সদর থানা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলামীন হোসেন, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুবলীগ নেতা সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন প্রমুখ।
