মেহের আমজাদ, মেহেরপুর : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধে মেহেরপুর শহরের বাইরের বিভিন্ন সড়কে অবরোধ হলেও শহর ছাড়তে নারাজ জোটের নেতাকর্মীরা। দুদিন সড়ক অবরোধের পর এবার মেহেরপুর শহরে ঝটিকা মিছিল করা হয়েছে। ২৭ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্টেডিয়ামপাড়া থেকে মিছিল শুরু হয়ে নতুনপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। এসময় কাচারীপাড়া মোড়ে দুটি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। মিছিলটি বড় বাজারে যাওয়ার আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। মিছিল কেন্দ্র করে শহরে আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই এদিক ওদিক ছুটতে থাকেন। তবে পুলিশ বলছে, আতংকিত হওয়ার কিছু নেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।