ভোলা প্রতিনিধি : ভোলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে নির্বাচনী কর্মকান্ড শুরু হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সর্বদলীয় সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী তোফায়েল আহমেদের জন্য ভোলা -১ আসনের মনোনয়ন পত্র ক্রয় করা হয়েছে।
তোফায়েল আহমেদের পক্ষে ভোলা জেলা পরিষদের প্রসাশক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকীব, পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান, সদর উপজেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার সহ দলের শীর্ষ নেতারা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রসাশক মোঃ সেলিম রেজার নিকট থেকে মনোনয়ন পত্র ক্রয় করেন। তোফায়েল আহমেদ ছাড়া ভোলার চারটি আসনে এখন পর্যন্ত আর কেউ মনোনয়ন পত্র ক্রয় করেনি।