স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ৩ টি আসনের মধ্যে শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে চূড়ান্ত দলীয় প্রার্থী ঘোষণা হলেও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে এখনও দলীয় প্রার্থী ঘোষণা করা হয়নি। এ নিয়ে গত দু’দিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা।
জানা যায়, মাঠ পর্যায়ের জরিপসহ নানা বাছাই প্রক্রিয়া শেষে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন মনোনয়ন বোর্ড ইতোমধ্যে ২৭ নভেম্বর বুধবার প্রথম দফায় চূড়ান্ত করা ১২১ জনের মধ্যে শেরপুর-১ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরপর ৩ বারের এমপি আতিউর রহমান আতিক এবং শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে ৩ বারের এমপি কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নাম ঘোষিত হয়। বৃহস্পতিবার আরও ৫৯ প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হলেও অবশিষ্ট ১২০ টি আসনের মত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনেও চূড়ান্ত প্রার্থী ঘোষিত হয়নি। নানাভাবে গুঞ্জন চলছে, এ আসনে বর্তমান সাংসদ প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনকে পরিবর্তন করে সাবেক সাংসদ খন্দকার মো, খুররম মনোনয়ন পাচ্ছেন। তবে বৃহস্পতিবার ওই গুঞ্জনে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। অসমর্থিত একাধিক সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত খন্দকার খুররমকে মনোনয়ন না দিয়ে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমকে মনোনয়ন দেওয়া হতে পারে। ফলে এ নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীসহ সচেতন মহল তটস্থ রয়েছেন।
এদিকে, দলীয় মনোনীত প্রার্থীদের মধ্যে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে কৃষি মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য বেগম মতিয়া চৌধরীর পক্ষে এবং শেরপুর-১ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আতিউর রহমান আতিকের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে বেগম মতিয়া চৌধুরীর পক্ষে নকলা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং বৃহস্পতিবার বিকেলে স্ংাসদ আতিকের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল ও শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবির রুমান ওই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অপরদিকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা অর্থ্যাৎ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশার পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এ নেতা দলীয় মনোনয়নপ্রার্থী না হয়ে ইতোপূর্বেই আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন।