বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে অবরোধকারীদের হামলায় ছাত্রলীগ নেতা নিহত, আহত ৫

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ১:০৬ অপরাহ্ণ

Image-4মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালীগঞ্জে অবরোধকারীদের হামলায় ছাত্রলীগ নেতা নিহত ও  আহত  হয়েছে ৫ জন। নিহত কামাল (৩০) মেম্বার কলাপাটুয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর মোড়ে বিএনপি নেতা বাবলু, মোফাজ্জল, রিপন ও সাকিলের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ১৮ দলের অবরোধ প্রতিরোধ করতে গেলে অবরোধকারীরা তাদের উপর হামলা চালায়। অবরোধকারীদের হামলায় জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জামালপুর ইউপি ৩নং ওয়ার্ডের মেম্বার কামাল হোসেন, জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জোনায়েদ খন্দকার (২৪) ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন (৩০)সহ ৫জন গুরুতর আহত হয়। স্থানীয় নেতা-কর্মীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কামাল মেম্বারকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত ডাক্তার মাসুদ রানা জানান, কামাল হোসেনের বাম হাতে গুলিবিদ্ধ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। অন্য আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত জোনায়েদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ দিকে ছাত্রলীগ নেতা কামালের নিহতের খবরে পরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে স্থানীয় দোলান বাজারে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। পরে পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!