শাহআলম কালিহাতী, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সোলাকুড়া নামক স্থান থেকে বুধবার রাতে বিএনপির ৪ নেতা কর্মিকে গ্রেফতার করে কালিহাতী থানা পুলিশ। সংবাদটি নিশ্চিত করেছেন কালিহাতী থানার এস আই ওমর ফারুক। গ্রেফতারকৃতরা হলো:১. মাসুদরানা(২০) পিতা ইয়াছিন আলী ২.সুজন মিয়া(২০) পিতা আব্দুর রাজ্জাক ৩.খাইরুল ইসলাম(২৩) পিতা শফিকুল ইসলাম ৪.সাদ্দাম হোসেন (২৫) পিতা লাল মিয়া, এরা কালিহাতী উপজেলার সোলাকুরা গ্রামের বিএনপি কর্মি।