কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ার যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ দুই নেতা হত্যা মামলায় ১০জনকে আটক পুলিশ। উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সা. সম্পাদক মাহবুবুর রহমান বাবু ও স্বেচ্ছাসেবকলীগের সা. সম্পাদক রবিউল ইসলাম রবি হত্যার ঘটনায় বুধবার রাতে কলারোয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ শাহ দারা খাঁন পিপিএম জানান, মাহবুবুর রহমান বাবু হত্যা মামলায় তার চাচাতো ভাই আ. রশিদ বাদি হয়ে ২৪ জনের নাম উলে¬খ করে ও অজ্ঞাত ৪০/৫০জনকে আসামী করে একটি মামলা (নং-২৩) দায়ের করেছে। অপরদিকে, রবিউল ইসলাম রবি হত্যা মামলায় তার পিতা মুজিবুর রহমান বাদি হয়ে ৪২ জনের নাম উলে¬খ করে ও ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা (নং-২৪) দায়ের করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই মামলায় ১০ জনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, ২৬নভেম্বর অবরোধের প্রথমদিনে প্রতিপক্ষের হামলায় ওই দুই নেতা নিহত হয়।
