নরসিংদী প্রতিনিধি : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা আহবানে অবরোধের তৃতীয় দিনে ২৮ নভেম্বর বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি ডাকসুর সাবেক জিএস সাবেক এমপি খায়রুল কবির খোকনের নেতৃত্বে সকালে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খোকনের বাড়ীর সম্মুখ হতে শুরু হয়ে জেলখানামোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টাকালে পুলিশ মিছিলে বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে ঢাকা-সিলেট রেল সড়কে কালনী এক্সপ্রেসসহ বেশ কয়টি ট্রেন যথারীতি চলাচল করেছে।
নরসিংদীর সাথে দুরপাল্লার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তবে ছোটখাট যান চলাচল স্বাভাবিক ছিল।