মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের রায়শ্রী গ্রামে লন্ডন প্রবাসী বাছিত মিয়া বাড়িতে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ২৭ নভেম্বর বূধবার ভোরে ওই ডাকাতির ঘটনা ঘটে। এতে প্রবাসী বাছিত মিয়া (৪৫) ও তার স্ত্রী ছালিমা বেগম (৩৮) ডাকাতদের হামলায় আহত হয়েছেন। এ সময় ডাকাতরা নগদ ৫০ হাজার টাকা ২০ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায় ।
জানা যায়, বুধবার ভোর রাতে ১৫/১৬ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের কলাপসিবল গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাছিত মিয়া ও তার পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেধেঁ ফেলে। এসময় তিনি ও তার স্ত্রী চিৎকার করার চেষ্টা করলে ডাকাতরা তাদের মারধোর করে ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকাসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ।
স্থানীয় একাটুনা ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ রুমেল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মৌলভীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
