ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : ভান্ডারিয়ায় পল্ল্লী চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশন সভাকক্ষে ওই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
ভান্ডারিয়া এডিপি ওয়ার্ল্ড ভিশন স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে প্রশিক্ষনার্থীদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন হাজরা, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উপজেলা সাধারন সম্পাদক মো. ছগির হোসেন ও ওয়ার্ল্ড ভিশন এর স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার নিজাম উদ্দিন আহম্মেদ। প্রশিক্ষণ শেষে বিকেলে প্রশিক্ষনার্থীর হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা সেবার মান ও সফলতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষনে ডায়রিয়া, শিশু স্বাস্থ্য, গর্ভকালিন ও শিশু জন্মের পরে মায়ের যত্ন সহ বিভিন্ন বিষয়ের ওপর নতুন তথ্য প্রদান করা হয়। এতে উপজেলার ২০ জন পল্লী চিকিৎসক অংশ নেন।