আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দেশব্যাপি অবরোধের প্রথম দিনে বগুড়ায় যুবদল নেতা ইউছুফ নিহতের প্রতিবাদে আদমদীঘিতে হরতাল পালন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ২৭ নভেম্বর বুধবার সকালে যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে বাসষ্ট্যান্ড শহীদ মিনারের পাশে উপজেলা যুবদলের সভাপতি মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক বুলবুল ফারুক, খন্দকার মেহেদী হাসান, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুত্তাকিম তালুকদার, যুবদল নেতা শাহিন, রোমান, কোরবার, মিলন প্রমূখ।