ads

বুধবার , ২৭ নভেম্বর ২০১৩ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে অবরোধে গাড়ী ভাংচুর-অগ্নিসংযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৭, ২০১৩ ২:৩৫ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3নীলফামারী প্রতিনিধি : বড় কোন নাশকতা ছাড়াই বাস ভাংচুর ও অগ্নিসংযোগ চেষ্টার মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে ১৮ দলের ডাকা অবরোধের প্রথম দিন। তফসিল প্রত্যাখান করে শহরে বিক্ষোভ মিছিল করে অবরোধ সমর্থকরা। নাশকতার আশঙ্কায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকর্মীকে আটক করে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কালিবাড়ি এলাকায় ছাত্রদলের মুখোশধারী ১০/১২ জনের একটি দল একটি মোটর সাইকেল ভাংচুর করে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙ্গচুরের চেষ্টা চালায়। এছাড়াও বেলা ১২টার দিকে শহরের বাড়াইপাড়া এলাকার আরডিআরএস কার্যালয়ের সামেন একটি মোটর সাইকেলে অগ্নি সংযোগ ও কবরস্থান মোড় এলাকায় মোটর সাইকেল ভাংচুর করে অবরোধকারীরা। এদিকে জেলার কিশোরীগঞ্জ উপজেলা শহরের কামারপড়া এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা একটি অটোরিক্সা ভাংচুরের চেষ্টাকালে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। একই সময়ে অবরোধের সমর্থনে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে তফসিল ঘোষনার পরপরই শহরের বড় মসজিদ এলাকায় ঢাকাগামী নাদের পরিবহনের একটি নাইট কোচ, পলাশবাড়িতে রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বিআরটিসি বাস ও ঢাকাগামী কেয়া পরিবহনের একটি নাইট কোচ ভাংচুর এবং আনন্দবাবুর পুল এলাকায় একটি মাল বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের চেষ্টা করে অবরোধ সমর্থকরা। নাশকতার আশঙ্কায় যুবদল ও ¯েচ্ছাসেবক দলের দুই নেতাকর্মীকে কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক ও নতুন বাজার কলোনী এলাকার মৃত. শহীদুল ইসলামের ছেলে দুর্জয় ইসলাম সুমন (২৪) ও পৌর যুবদলের সদস্য ও একই মহল্লার রেজাউল ইসলাম ওরফে বড়বাবু (২৮)। নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।এদিকে জেলা জুড়ে আইনশৃংলা বাহিনীর কড়া নজরদারি থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন বড়ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!