মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে গাড়ি ভাংচুর, ককটেল বিষ্ফোরণ : পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৬, ২০১৩ ১১:৪৬ পূর্বাহ্ণ

sirajganj_district_map_bangladesh-40_1336সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরন ও পুলিশের সাথে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে।  ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর রাত পৌনে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত সময়ের মধ্যে ওই ঘটনাগুলো ঘটে।
জানা যায়, দশম জাতীয় সংসদের তফসিল ঘোষনার পর সোমবার রাত পৌনে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার খোকশাবাড়িতে ২ টি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে জামায়াত কর্মীরা। এর কিছুক্ষন পর সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার চকশিয়ালকোল এলজিইডি মোড় ও দিয়াবৈদ্যনাথের এ্যালবাট্রস এন্যার্জি এন্ড কনভার্সন স্টেশনের সামনে বেপরোয়া গাড়ি ভাংচুর শুরু করে বিএনপি কর্মিরা। এ সময় প্রায় ৭টি ট্রাক, একটি যাত্রীবাহি বাস ও ৫টি সিএনজি অটোরিক্সা ও ২টি ব্যাটারিচালিত অটোরিক্সা ভাংচুর করে তারা। একই সময়ে ওই সড়কের চন্ডিদাসগাতিতে ৩টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে বিএনপি-জামায়াত কর্মীরা। এদিকে রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোড জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিএনপি কর্মীরা। এ সময় পরপর প্রায় ৫টি ককটেলের বিস্ফোরন ঘটায় তারা। এ সময় পুলিশের সাথে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার চৌবারি এলাকায় ২ টি ট্রাক ভাংচুর করে বিএনপি কর্মীরা। এছাড়া হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ায় ২টি ট্রাক ভাংচুর করেছে বিএনপি-জামায়াত নেতা কর্মীরা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!