কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ভোরের কাগজ প্রতিনিধি এস.এম জাকরিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর মঙ্গলবার বিকালে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রহমান আরমান, সহ-সভাপতি ইব্রাহীম খন্দকার প্রমুখ। বক্তারা, সাংবাদিক জাকরিয়ার উপর হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর পলাশের শীর্ষ সন্ত্রাসী দেলু বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলুসহ ৭০/৮০ জন সশস্ত্র সন্ত্রাসী পিস্তল, চাপাতি ও দাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে সাংবাদিক এস.এম জাকরিয়ার বাড়ীতে অতর্কিতে হামলা চালায়। এ এসময় সাংবাদিক জাকরিয়া ও তার বাবা, ভাই, মামাসহ ৭ জন গুরুতর আহত হয় এবং সস্ত্রাসীরা তার বাড়ী থেকে প্রায় ৬ লক্ষ টাকা মালামাল লুট করে নিয়ে যায়।
