স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ রজনীগন্ধ্যায় ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সামসুল আলম, জেলা শিক্ষা অফিসার, জেলা রেজিষ্টার প্রমুখ। সভায় সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত উন্নয়ন সংগঠনগুলোর অক্টোবর মাসের প্রতিবেদন পর্যালোচনায় সন্তোষ প্রকাশ করা হয়।
এসময় ব্র্যাক প্রতিনিধি, আশা, ওয়ার্ল্ড ভিশন, দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা, সেবা পরিষদ, উন্নয়ন সংঘ, ক্যাপ, সেতু, গোয়ালপাড়া অগ্রদূত সমাজ উন্নয়ন সংঘ, সমাজ বিতরণ সংঘ, দুর্জয় নারী সংঘসহ বিভিন্ন এনজিও সংগঠনের ৩৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
