সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত পথচারীকে যুবদলের কর্মী দাবি করে ওই ঘটনার প্রতিবাদে ২৮ নভেম্বর বৃহস্পতিবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ছাকমান সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক। শান্তিপূর্ণ অবরোধ কমসূচি চলাকালে নির্বিচারে গুলি চালিয়ে পুলিশ তাকে হত্যা করেছে। ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা সিরাজগঞ্জ জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৪৮ ঘন্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধর প্রথম দিন মঙ্গলবার সকালে শহরের জগাই মোড়ে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজকে আটকের ঘটনায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ১০জন আহত হয়। আহতদের মধ্যে পথচারি ছাকমান হোসেনকে মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার সাথে থাকা অন্য পথচারিরা ওইসময় তাকে রাজমিস্ত্রি বলে দাবি করে।




