পিরোজপুর প্রতিনিধি : ১৮ দলের ডাকা রাজপথ আবরোধ কর্মসুচীর প্রথম দিনে পিরোজপুর জেলা সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের ভৈরমপুরে পিরোজপুর- নাজিরপুর সড়কের মিরুয়া বেইলী ব্রীজের ¯øীপার তুলে ফেলে ও রাস্তার পাশের সরকারী গাছ কেটে রাস্তা অবরোধ ও যানচলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পিকেটারদের সাথে সংঘর্ষ বাধে। এসময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে রাবার বুলেট পরে ৩ রাউন্ড টিয়ারসেল ও ৩৭ রাউন্ড শর্টগানের গুলি বর্ষন করে। এতে পিকেটারদের মধ্যে ৯জন গুলি বিদ্ধ হয় ও ১৫জন আহত হয়। গুলি বিদ্ধরা হল, যুবদলের সাঈদ সেখ, আলমগাজী, মালেক সেখ, হক মেম্বর,ছাত্রদলের রফিক সেখ,আরিফ সেখ, এজাজ সরদার, রেজাউল,চান মিয়া। এদের মধ্যে মারত্মক আহত সাঈদ ও আলম গাজীকে নাজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।