মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে পা দিয়ে লিখে পিএসসি পরীক্ষা দিচ্ছে শারিরীক প্রতিবন্ধী জনিকা রাণী। গাহলী গ্রামের দিনমজুর হরেন্দ্রনাথ বর্মণের কন্যা জনিকা রাণী গাহলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে গাহলী কেন্দ্রে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। হরেন্দ্রনাথের ২ ছেলে মেয়ের মধ্যে জনিকা রাণী বড়। প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়ার পর দরিদ্র হরেন্দ্রনাথ বিপাকে পড়লেও লেখাপড়ার প্রতি মেয়ের আগ্রহ দেখে তিনি অনেক কষ্টে মেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। জনিকা রাণীর মা বুলবুলি রাণী জানান, জনিকা রাণীর দুই হাতই অকেজো হওয়ায় সে কোন কাজ করতে পারে না। পা দিয়ে লিখেই চতুর্থ শ্রেণী পাশ করে এবার পিএসসি (প্রাইমারী স্কুল সার্টিফিকেট) পরীক্ষা দিচ্ছে। গাহলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দুলালী রাণী জানান, জনিকা রাণী প্রতিবন্ধী হলেও লেখাপড়ায় সে খুবই ভালো। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল করিম জানান, জনিকা রাণীর শারিরীক অক্ষমতা বিবেচনা করে বিছানায় বসিয়ে তার পরীক্ষা নেয়া হচ্ছে।