এম. এ করিম মিষ্টার, নীলফামারী : জুয়েলারীর দোকন বন্ধ করে বাড়ি ফেরার সময় গতিরোধ করে ১৭ ভরি সোনা ও ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় মুখোশধারী ডাকাতের দল। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের এলোপাতারী কোপে জুয়েলারী মালিক ও তার কর্মচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাত ১০টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গদা গ্রামে এই ঘটনাা ঘটে। ঘটনার শিকার কিশোরীগঞ্জ উপজেলা বাজারের শরীফ জুয়ের্লাসের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামের বাবা আব্দুল কুদ্দুস জানান, প্রতিদিনের মতো তার ছেলে সিরাজুল ইসলাম (৩০) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানের কর্মচারী একই উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশ গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে লাবলু মিয়া (১৪) সাথে দোকানে রতি ১৫ ভরি সোনার গহনা ও নগদ ৭০ হাজার টাকা ব্যাগে ভরে বাড়ির প্রবেশ মুখে ঢুকার সময় ৫/৬ জনের মুখোশধারী একদল ডাকাত তাদের উপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে ১৫ ভরি সোনার গহনা ও নগদ ৭০ হাজার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। সিরাজুল ও লাবুর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসার পূর্বেই চম্পট দেয় ডাকাতের দল। এদিকে ডাকাতদের অস্ত্রের এলোপাতারি কোপে গুরুতর আহত সিরাজুল ও লাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনিত ঘটলে আশংঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরীগঞ্জ থানার অফির্সাস ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, খবর পেয়ে সাথে সাথে এলাকা পরির্দশন করেছি এবং বিষটি তদন্ত চলছে বলে জানান তিনি।