ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানোরে ৫ মাস ধরে ওসি শুন্য থানা : ভেঙ্গে পড়ছে চেইন অফ কমান্ড

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০১৩ ৪:৫৬ অপরাহ্ণ
তানোরে ৫ মাস ধরে ওসি শুন্য থানা : ভেঙ্গে পড়ছে চেইন অফ কমান্ড

Tanoreইমরান হোসাইন, তানোর :  রাজশাহীর তানোরে ৫ মাস ধরে থানার অফিসার ইনচার্জের (ওসি) পদটি শুন্য হয়ে পড়েছে। জুন মাসের ২৮ তারিখে পুলিশ হেডকোয়াটারের এক বদলি আদেশের প্রেক্ষিতে পদটি শুন্য হয়ে পড়ে। এরপর থেকে বিগত ৫ মাস ধরে থানায় অফিসার ইনচার্জের (ওসি) পদটি নিয়োগ দেয়া হয়নি। যার ফলে থানার স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার গত জুন মাসের ২৮ তারিখে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশেমকে রংপুর রেঞ্জে বদলির নির্দেশ দেয়া হয়। ওই বদলি আদেশের প্রেক্ষিতে থানার ওসি জুলাই মাসের ৭ তারিখে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে দায়িত্ব বুঝে দেন। এরপর প্রায় এক মাস ধরে ওসি শুন্য থাকার পর গত ১২ আগষ্টে তদন্ত ওসি আনোয়ার হোসেনকে নিয়োগ দেয়া হয়। বর্তমানে ওই তদন্ত ওসি দিয়েই ৫ মাস ধরে চলছে থানা। ৫ মাস ধরে থানার ওসির পদটি শুন্য হয়ে থাকলেও থানায় কোন অফিসার ইনচার্জকে (ওসি) নিয়োগ দেয়া হয়নি। তদন্ত ওসি দিয়ে অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করার কারণে থানার স্বাভাবিক কাজকর্ম মারাত্বক ভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে আদালতের গ্রেফতারি পরোয়ানার আসামী দেদারসে ঘুরে বেড়ালেও থানার পুলিশের পর্যাপ্ত জনবলের অভাবে এসব আসামীরা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। এছাড়া জনসাধারণের বিভিন্ন অভিযোগের তদন্তে পড়ছে ভাটা। পেন্ডিং হচ্ছে বিভিন্ন কাজের ফাইলপত্র। থানায় বর্তমানে অফিসার ইনচার্জ সংকটের কারণে তানোর থানা এভাবেই চলছে মাসের পর মাস।
এনিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক থানার এক সহকারি উপপরিদর্শক (এএসআই) জানান, তানোর থানায় অনেক দিন ধরে অফিসার ইনচার্জ পদটি শুন্য থানার স্বাভাবিক কাজকর্ম মারাত্বক ভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া এঅঞ্চলে জনবলের তুলনায় উপপরিদর্শক (এসআই) ও সহকারি উপপরিদর্শক (এএসআই) পদে পৃথক ভাবে ৭ থেকে ৮টি অফিসার প্রয়োজন থাকলেও সেখানে শুধু ৪টি উপপরিদর্শক ও ৪টি সহকারি উপপরিদর্শক রয়েছেন। এরই মধ্যে বিগত ৫ মাস ধরে গুরুত্বপূর্ণ ওসির পদটি শুন্য হয়ে পড়ায় থানার স্বাভাবিক কাজকর্ম  ব্যাহত হচ্ছে। সেই সাথে ভেঙ্গে পড়েছে থানার চেইন অপ কমান্ড।
এনিয়ে তানোর বিলকুমারী সাহিত্য পরিষদের সভাপতি জাহান আলী জানান, যেকোন থানায় ৫ মাস ধরে ওসি শুন্য মানাই না। থানার অফিসার ইনচার্জ ছাড়া কর্মচারীরা থাকেন ভীতস্থ ও আতঙ্কের মধ্যে। ফলে আইন-শৃংখলা কিংবা মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালিত হয় নির্দ্বিধায়। তিনি অবিলম্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগেন জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের জুরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে রাজশাহী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বলেছেন, দেখা যাক বিভাগীয় রেঞ্চ কাকে অফিসার ইনচার্জ হিসাবে নিয়োগ দেয়। বিভাগীয় রেঞ্চ যতদিন অফিসার ইনচার্জ নিয়োগ না দেন ততদিন তদন্ত ওসি দিয়েই থানার কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!