মনিবুর রহমান চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর সোমবার সন্ধ্যায় নওগাঁর পত্নীতলায় বিএনপি ও জামায়াত শিবিরের একটি বিক্ষোভ মিছিল বের করে কয়েকটি ইজিবাইক ও ভটভটি ভাংচুর করে এবং বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় একটি প্রতিবাদ সভা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অপরদিকে আওয়ামীলীগের পÿ থেকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল বের করে।
