ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মানুষ-হাতী সহাবস্থান শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার গান্ধিগাও গ্রামে বন-বিভাগ ও হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি (হিডস্) এর যৌথ উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা জামিল মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় মানুষ-হাতি সহাবস্থান সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন শেরপুরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সহকারী বন সংরক্ষক মো. কামরুজ্জামান হিডস্রে নির্বাহী পরিচালক মো. রহুল আমিন, সহকারী অধ্যাপক রায়হান সরকার, উপ-ব্যবস্থাপক আনসার আলী প্রমূখ। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ওই কর্মশালায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নারী-পুরুষসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে বন্যহাতি প্রতিরোধে একটি কমিটি গঠন করে ওই কমিটির সভাপতি সম্পাদকের মাঝে ২টি উন্নতমানের চার্জার টর্চ লাইট বিতরণ করা হয়।