জামালপুর সংবাদদাতা : ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনের জাতীয় পার্টির নির্বাচন প্রস্তুতি সভা ২৬নভেম্বর মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের জাতীয় পার্টির একমাত্র মনোনয়ন প্রত্যাশী জিল্লুর রহমান বিপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস ছালাম ঘুনু, সামছুল আলম জিন্নাহ, আবু তাহের, আব্দুল হামিদ, হাফিজুর রহমান জেমস, সাহাবুদ্দিন, মকবুল হোসেন, খোরশেদ আলম, আব্বাছ উদ্দিন, ফেরদৌস সরকার, রাশেদুর রহমান জসিম, শফিক, ফজলুল হক প্রমুখ। আলোচনা শেষে উপজেলার ৮৫টি ভোট কেন্দ্র্রে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম বকুল প্রমুখ।
