কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বিএনপি নেতাদের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষে পুলিশ পিকআপ ভ্যানসহ ৬টি গাড়ী ভাংচুর। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে বিএনপির নেতৃত্বে ১৮ দলের একটি মিছিল উপজেলার সোমবাজার থেকে কালীগঞ্জ সদরে আসার পথে ভাদার্ত্তী গ্রামে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় ১৮ দলের নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ১৮ দলের নেতা-কর্মীরা পুলিশের ১টি পিকআপ ভ্যান ভাংচুর করে এবং ভ্যানটি পুড়িয়ে ফেলার চেষ্ঠা করলে সেখান থেকে দ্রæত স্থান ত্যাগ করে। পরে ১৮ দলের নেতা-কর্মীরা কালীগঞ্জ বাস ষ্ট্যান্ডে রাখা ২টি লেগুনা, ২টি বাস ভাংচুর করে ও ৭/৮টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশের সাথে ১৮ দলের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ টিয়ারসেল, কয়েক রাউন্ড রাবার বুলেট ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। এ সময় পুলিশের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা যোগ দিলে ১৮ দলের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ১৮ দল সমর্থিত ৫ কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোহাম্মদ আলী (২২), জুয়েল (২৩), তাহের (৩৮), মাহবুব (২৩) ও রাশেদ (২৬)। অপরদিকে উপজেলার উলুখোলা বাইপাস সড়কে ১টি প্রাইভেট কার ভাংচুর করে ১৮ দলের নেতা-কর্মীরা।