রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ এর উদ্যোগে সোমবার উপজেলা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
এদিন সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সভা কক্ষে প্রাণিসম্পদ বিভাগের প্রদেয় সেবাসমূহে অতিদরিদ্রদের বিশেষ গুরুত্ব প্রদানে করণীয় শীর্ষক আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সেলিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সালাম (সোনার)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্য্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক রেদুয়ানুল ইসলাম, ব্য্রাকের সোশ্যাল কমিউনিকেটর শেখ আব্দুল করিম, পলী সমাজ নেত্রী রেবা আক্তার, ব্য্রাক কর্মকর্তা আশরাফুর ইসলাম, সাংবাদিক সাইদুজ্জামান সাগর প্রমূখ।
