মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে ধান কাটা কে কেন্দ্র করে ২৫ নভেম্বর সোমবার দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকবাসী জানায়, উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের লিয়াকত মোল্যা ও নিজাম মোল্যার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে ঘটনার দিন দুপুরে নিজাম মোল্যার জমিতে লিয়াকত মোল্যার সমর্থক কায়েজ আলী ধান কাটতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে মহিলাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আমিনুর (৫০), আনোয়ার (৪০), মুশাক (৪৫), আশরাফ (৩২), মুন্নী (৩০), নিজাম (৫০) ও মিলন (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উল্লেখ্য, বিরোধপূর্ণ ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গৌতম ঠাকুর বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত।