নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশের ভয়াবহ যক্ষ্মা পরিস্থিতি মোকাবিলায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: সর্বস্তরের অংশগ্রহণ শীর্ষক এক গোল টেবিল বৈঠক ২৪ নভেম্বর রবিবার নীলফামারী আধুনিক সদর হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা, জেলা স্বাস্থ্য বিভাগ এবং ব্র্যাক নীলফামারীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এস, এম মাহফুজুলহক উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মুল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাকের স্বাস্থ্য প্রোগ্রাম রংপুরের ম্যানেজার প্রীতিরঞ্জন দত্ত। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আফরোজা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার বেগম, বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডা. খোরশেদ আলম, জেলা বিএমএ সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা, সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. ফজলুল হক তানসেন, জেলা সহকারি তথ্য অফিসার শাহজাহান আলসিহ সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও ব্র্যাক প্রতিনিধিরা অংশ নেন।