ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে মাসিক পত্রিকার পাওনা টাকা চাইতে যাওয়ায় পত্রিকার হকারকে গুরুতর পিটিয়ে আহত করেছে এক যুবলীগ নেতা। ২৫ নভেম্বর সোমবার ওই ঘটনায় হকার আবুল কালাম হামলাকারী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সবুজের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আহত আবুল কালাম জানান, স্থানীয় এই যুবলীগ নেতার কাছে পূর্বের পাওনা টাকা চাইলে আমার উপর ক্ষিপ্ত হয়ে লাথি, কিল ঘুষি ও পিটিয়ে আহত করে এবং এই এলাকায় পত্রিকা বিক্রি করতে হলে আমাকে দৈনিক একটি পত্রিকা দিতে হবে, আর না দিলে পত্রিকা বিক্রি করতে পারবেনা বলে হুমকি দেয়। এ ব্যাপারে যুবলীগ নেতা হকার কে মারধোরের কথা অস্বীকার করে বলেন, ওর সাথে শুধু তর্কবির্তক হয়েছে।