দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : কারিতাস এর আলোঘর প্রকল্পের শিক্ষাক্ষেত্রে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত পয়নিস্কাশন ব্যবস্থা শীর্ষক এডভোকেসী সভা ২৫নভেম্বর রোববার দুর্গাপুর আদিবাসী অডিটরিয়ামে অনুষ্টিত হয়। আদিবাসী নেতা বংকিম মানকিন এর সভপতিত্বে এডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্যদেন প্রাথমিক শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্মা, আদিবাসী নেতা মতিলাল হাজং,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু,সনদৎ সাহা,স্পেনশন মানকিন প্রমুখ। সভায় আলোঘর প্রকল্পের পক্ষথেকে পানি ও পয়নিস্কাশন এর বিষয়ে অনেক সমস্যা তুলে ধরেণ। আলোঘর প্রকল্পের কুলাগড়া,দুর্গাপুর,বিরিশিরি ইউনিয়নে ১৫টি প্রাথমিক শিক্ষাকেন্দ্রে ১০টিতে লেট্রিন এবং ১৩ টিতে নলকুপ নাই বলে প্রতিবেদনে জানানো হয়। এ বিষয়ে আলোঘর প্রকল্পের পক্ষথেকে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে একটি স্বারকলিপি প্রদান করা হয়।
