চারঘাট প্রতিনিধিঃ ‘ঘরের মধ্য থেকে বিশ্ব শান্তি, সামরিকতন্ত্রকে চ্যালেঞ্জ করি, নারী সহিংসতা বন্ধ করি’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে চারঘাট উপজেলা বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজনে গতকাল সোমবার বিকালে অনুপমপুর মডেল গ্রামের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেনের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানাপাড়া সোয়ালোজ ডিএস এর নির্বাহী পরিচালক রায়হান আলী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিএস এর সহকারী নির্বাহী পরিচালক মাহমুদা বেগম গিনি, নারী প্রতি সহিংসতা বন্ধ প্রকল্পের কর্মকর্তা মোরছালিন সরকার, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, অনুপমপুর গ্রামের নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপদেষ্টা মিজানুর রহমান সোহেল সহ এলাকার নারী-পুরুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুপমপুর মডেল গ্রামের যৌতুক বিহীন পরিবারকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।